সব সম্ভাবনা
রহিত ঘোষাল
এই শতাব্দীব্যাপী যে শূন্য সময়,
এখানে ডিমের ঝোলে হাত ডুবিয়ে,
আমরা বিকেলবেলার বাতাসের ছাই
ভাসিয়ে দিয়ে আসি, বরফদেওয়াআ মাছের
সদনে, শ্রীঅঙ্গ থেকে তীব্র সংবেদন,
গন্ধরাজ ফুল হয়ে যায়,
স্বপ্নাতুর সে সব ঘনিষ্ঠতা
বুকের উপর ছাতা খুলে ধরে,
মসলিন খুলে যায়, মৃত্যুপক্ষীর জন্ম হয়,
সুখাশ্রু ঝরে পড়ে, অক্ষর গাঁথা তলপেট
শঙ্খচক্রগদাপদ্ম,
নীল পাপ বীর্য রশ্মি,
তুমি সহজ মুছে দাও ভিজে ভিজে
ওড়না দিয়ে,
পাঁজাকোলা করে বিছানায়
নিয়ে আসো তোমার শরীর শিশির বিন্দু।
দখল
রহিত ঘোষাল
রাত্রিবেলা মেঘ করলে আকাশ লালচে হয়,
এই মেঘ বৃন্দাবন হয়ে নাফ নদীর কাছে যাবে,
নদীর মালকোঁচা দেখব আমরা,
খেয়ানৌকার উপরে যে আকাশ,
ভূর্জবাকল দিয়ে আসো তাকে,
সেখানে পৃথিবীর প্রথম গাছের রক্ত,
সেখানে নগ্ন মানুষ শায়িত আছে,
সেখানে সহজ সোনার ভস্ম
সহস্রযুগ পড়ে আছে কাত হয়ে,
সেখানে প্রথম স্কুল পালানো প্রেম,
কুহক, নষ্টলিপি, অন্ধকার, স্বর্গপথ,
চুল্লি ধোয়া জল,
সব অপরাধ মেঘ হয়েছে লাল,
হাঁচড়পাঁচড় খাল হয়েছে রক্ত জবা।