হরিদাস (অনুগল্প)
সনজিৎ বণিক
প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির প্রথম দিনের ক্লাশ থেকেই আমি আর হরিদাস পাশাপাশি বসে পড়ালেখা করতাম, ক্লাশ এ অনেক ছাত্ররা বিষয়টিকে ভালো চোখে দেখতো না। কিন্তু শিক্ষক শিক্ষিকারা ভালোই পেতো। অন্যান্য ছাত্রদের সাথেও গল্প আড্ডা আমাদের চলতো। কখনো কথা কাটাকাটি হলেই রেগে মেগে গালি দিতে দ্বিধা করতো না, বলতো, দুই হরিদাস পাল এক হয়েছে।
আজকাল খবরের কাগজ খুললেই প্রায়ই নজরে পড়ে হরিদাস পাল শব্দটিকে অশ্লীল গালিগালাজ হিসেবে ব্যবহার করে আর দুর্নীতির কথায় আক্রমণ ও শাসনে কাজে লাগায় যা ভোটের বাজারে রসে বসে উচ্চারিত হয় আর মানুষকে দিন দিন তাড়িত করে।