ব্রতীন বসুর কবিতা

ব্রতীন বসুর কবিতা

এলিনা তোকে দেখতে পাব জানি

ব্রতীন বসু

এলিনা, তুই কেমন আছিস স্বপ্নরাজ্যে ?
ফ্রি স্টাইলে বা রঙিন প্রজাপতির মত
এপাড় ওপাড় করিস গোটা আকাশ

যেদিন শুনলাম সুইমিং পুলের নীল জলের তলায়
আন্ডার ওয়াটার সুইমিং করতে গিয়ে সবার মধ্যে জেতার খিদে নিয়েছিলি অনন্তকাল,
বুঝেছি তুই পারবি ভারতবর্ষকে অলিম্পিকে প্রথম সাঁতারের সোনার মেডেল দিতে জন্মান্তরের ল্যাপ শেষ করে ফিরে আসবি যেদিন অন্য এলিনা হয়ে
সেদিন হয়ত তোকে পাশে সাঁতার কাটতে দেখব না আমি
দেখবে ভবিষ্যৎ প্রজন্ম টেলিভিশনের পর্দায় বা গ্যালারিতে বসে

আমি জানি যে তারা আমরা দেখি
অমাবস্যার রাতে জ্বলজ্বল করতে,
ওটা স্বপ্নপূরণের আলো
আকাশ তো পৃথিবীর সহোদর
সময়ের ঔরসজাত,
পার্থিব জীবনের সমাপ্তি হয় ছায়ালোকে।

এলিনা আমি জানি,
যদ্দিন না তুই আবার পৃথিবীর জলকন্যা হয়ে আসবি
কালো আকাশটা তোর স্বপ্নে সাজবে আরো সুন্দর করে।