জুয়াড়ি
সদানন্দ সিংহ
কোনো কিছু রসাতলে গেলে, ধরণীতলে যাওয়া সহজ হয়
তখন বিম্ব থেকে প্রতিবিম্বে, কোষ থেকে প্রকোষ্ঠে
আমি থেকে আমিত্বে, তুমি থেকে তুমিত্বে
কিংবা আমি-তুমির এক বেড়াজালে
সব নীতিহীনের এক অনৈতিক আড়ালে
রসহীন হয়েও রসের খোঁজ ? কী বলবো একে ?
জুয়াড়ির সংসার ? বা জুয়াড়ির কারবার ?
মিনিয়েচার-১
সদানন্দ সিংহ
ফুল আছে, কাঁটাও আছে,
তা বলে কি – গোলাপকে ছুঁবো না ?
চাঁদ আছে, কলঙ্কও আছে,
তা বলে কি – চাঁদকে দেখবো না ?
রাস্তা আছে, ফুটপাতও আছে,
তা বলে কি – স্বপ্ন দেখবো না ?
হৃদয় আছে, ব্যর্থতাও আছে,
তা বলে কি – ভালো বাসবো না ?