আনাড়ি
সদানন্দ সিংহ
ডালিম গাছেই ডালিম পোকা,
পোকার খবর রাখি না।
ভেজাল খেয়েই বেঁচে আছি,
শরীর নিয়ে ভাবি না।
গায়েব রেস্ত সমজদার,
ট্রাঙ্কে ড্রয়ারে কাড়ি কাড়ি।
মোর যে কিছু বলার নাই,
মুই যে এক বাল আনাড়ি।
ডাইনে বাঁয়ে সামলে চলি,
অধিকার নিয়ে লড়ি কম।
তিনিই দেখবেন আশা করি,
দেখি না যে কোনোই ভ্রম।
লাভক্ষতির দোহাই গেয়ে,
মাঝে মাঝে ফেলি ছিপ।
পাপপুণ্যের চোরাস্রোতে,
দিশাহারা দিগ্বিদিগ।