কোটিপতি ভ্রমণ – সদানন্দ সিংহ

কোটিপতি ভ্রমণ – সদানন্দ সিংহ

কোটিপতি ভ্রমণ     (প্রবন্ধ-নিবন্ধ)

সদানন্দ সিংহ

আমাদের দেশের মধ্যবিত্ত লোকেরা দুমধারাক্কা অর্থাৎ অল্পসময়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন সারাজীবন। এর মধ্যে হয়তো কেউ কেউ কোটিপতি হয়েও যান বিভিন্ন ভাবে। তবে আইনিভাবে মধ্যবিত্তদের পক্ষে কোটিপতি হওয়া সাধারণত একটু সময়সাপেক্ষ ব্যাপার এবং তা সবার পক্ষেও সম্ভব নয়।
তবে ভ্রমণের মাধ্যমে আপনি ইচ্ছে করলে দুমধারাক্কা কোটিপতি হয়ে যেতে পারেন এবং নিজেকে একজন কোটিপতি ভেবে বুক ফুলিয়ে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন। সেইরকম একটি দেশ হল ভিয়েতনাম।

খরচের দিক দিয়ে ভ্রমণ সাধারাণত তিন রকমের হয়। সেগুলি হচ্ছে — [১] বাজেট ভ্রমণ, [২] মধ্য পরিসরের ভ্রমণ এবং [৩] বিলাসবহুল ভ্রমণ। যেমন, ভিয়েতনামে ১০ দিনের বাজেট ভ্রমণের খরচ জনপ্রতি চল্লিশ হাজার টাকার মতো পড়ে, সেটা মধ্য পরিসরের ভ্রমণে সত্তর হাজার টাকার মতো এবং বিলাসবহুল ভ্রমণে এক লাখ টাকার মতো পড়ে। আপনি যদি একা যান এবং হোটেলের বদলে হোস্টেলে বা গেস্ট হাউস/হোম স্টে-তে থাকেন তাহলে আবার বাজেট ভ্রমণের খরচ আরো কমে যাবে। আবার আপনি যদি ১০ দিনের বদলে ৫ দিনে ভ্রমণ শেষ করেন তাহলে আবার আপনার ভ্রমণের খরচ আরো অনেক কমে যাবে। ব্যক্তিগতভাবে আমি অবশ্য বাজেট ভ্রমণের পক্ষে। তবে ভিয়েতনাম ভ্রমণে গেলে প্যাকেজ ট্যুরে গেলেই ভাল হয়, কারণ প্যাকেজ ট্যুরে গেলে ট্যুর কোম্পানি ইংরেজি জানা গাইডের ব্যবস্থা করে থাকে। নইলে ভাষাগত সমস্যায় পড়ে যেতে পারেন। বছরের অনেক সময় ট্যুর কোম্পানিগুলি ডিসকাউন্ট দেয়। তখন পাঁচদিন চার রাতের ট্যুর প্যাকেজে ট্যুইন শেয়ারিং-এ জন প্রতি ভারতীয় বিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে ভিয়েতনাম ভ্রমণ করা যায়। তবে এই প্যাকেজে বিমান যাত্রার খরচ আলাদা।  

যা বলছিলাম, ভ্রমণের মাধ্যমে মধ্যবিত্তের কোটিপতি হওয়া। হ্যাঁ, সেটা ভিয়েতনামের মতো বেশ কিছু দেশে সম্ভব। ধরুন, দুজন লোক ৫ দিনের ভিয়েতনাম বাজেট সফরের জন্য ৬০ হাজার টাকা নিয়ে গেল। ভিয়েতনামে গিয়ে ভারতীয় ৬০ হাজার টাকা (ডলারের মাধ্যমে) ভিয়েতনামি মুদ্রায় হয়ে যাবে ১,৮২,৮৪,১৬০-এর কাছাকাছি। মানে এক কোটি বিরাশি লাখ। সুতরাং কোটিপতি তো হয়েই গেলেন কিছুদিনের জন্য! এবার মনের আনন্দে ভ্রমণ শুরু করুন।
ইরানে গেলে এই ৬০ হাজার টাকা ইরানিয়ান মুদ্রায় হয়ে যাবে আরো বেশি, প্রায় ৩ কোটির ওপর।

১৩ই মে ২০২৪ রেট অনুযায়ী নিচে ভারতীয় ১ লাখ টাকার একটা চার্ট দিলাম কোন্ কোন্ দেশে ভ্রমণ করলে কোটিপতির হবার আনন্দ নিয়ে ঘোরা যাবে। সুতরাং একটা প্ল্যান তো তৈরি করা যেতেই পারে। অবশ্য নিজ নিজ রিক্স নিয়ে। আর আমাদের জীবনটাই তো রিক্স-এর ওপর চলছে। আমিও ভাবছি কোথায় যাওয়া যায় কোটিপতি হবার জন্যে।

₹100000.00 = 5,03,69,094 Iranian Rials
₹100000.00 = 3,04,57,969 Vietnamese Dongs
₹100000.00 = 2,55,83,388 Lao Kips
₹100000.00 = 2,72,45,115 Sierra Leonean Leones
₹100000.00 = 1,92,82,056 Indonesian Rupiahs
₹100000.00 = 1,52,20,342 Uzbekistani Sums
₹100000.00 = 1,02,90,465 Guinean Francs