মন (অনুগল্প)
সুদীপ ঘোষাল
শরীরটা আছে। সে সম্ভোগে ব্যস্ত। দেহের অণু পরমাণু অংশ ভিজে। কিন্তু মন যে শুষ্ক। মনের শূন্য অংশও অধিকারে নেই তার। সে ছুটেছে পদ্মবনে। সেখানে তার রূপ দর্শনে মোহিত তার মন। এদিকে শরীরলোভি সে খবর রাখে না। ভিজে ভিজে ভালোলাগা শেষে বিরক্তির বিশ্রাম। আর মনলোভি নাগর দখল করে নেয় প্রিয়ার মন। শরীরে তার আসক্তি নেই।
ক্ষণিকের আনন্দ নয়, অসীম আনন্দের অনুসন্ধানী তার মন।