অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ চক্রবর্তীর কবিতা

কবিতাপাঠ

অভিজিৎ চক্রবর্তী

যে মুহূর্তে তুমি বললে বুঝেছ
সেই মুহূর্তে ধ্বংস হলো শহর
পরমাণু আছড়ে পড়লো কোথাও

জলস্তম্ভ মেঘের মতো উঠলো আকাশে
সেই ফাঁক গলে একটি পাখিও আর এলো না
দিন গেল 
রাত গেল
মাস গেল
বছর গেল

কেবল গত শতকের বোঝাপড়া নিয়ে
আমাদের দেখা হল জলের কিনারে
জলে তো জন্ম নেই আর

যে মুহূর্তে তুমি বললে বুঝেছ
কবির মৃত্যু হল

আবার নতুনের জন্য তাকে বসতে হবে সাধনায়

আবার আপেলে কামড়– 

পবিত্রতা নষ্টের অপরাধে তোমাকেও ফিরতে হচ্ছে পৃথিবীতে