ভ্রম
বিশ্বজিৎ দেব
যেসব বিদায় তুমি ভুলে গেছো
এসব তারই প্রতীক, ফুরিয়ে যাওয়া
চিমনির মুখ, নিরব টার্মিনাসের ইঞ্জিন
কে ফুরালো তবে সকাল হওয়ার আগে
ধোঁয়া না উনুন, শ্বাসের জানালা খোলা ঘর
বহুকোষী ধাবা, কি ফুরালো তবে
কাঠের মন্দিরা, থেমে থেমে ত্রিতালের ধুম
যে সব পরিত্যক্ত খোলসের কথা তুমি ভুলে গেছো
এসব তারই সর্পভ্রম, শীতের হালকা হাওয়া
চমকে ওঠা করোটির ফুল!
অবিকল
বিশ্বজিৎ দেব
আমিও তোমার মত
এক ফুঁয়ে ঠিক উড়ে যাই
আমাকে নাচিয়ে যায় হাওয়ার ফিরিঙ্গি
দূর থেকে দেখা যায় প্রেমের শহর
এসবের একপাশে আষাঢের
জলভর্তি আকাশ আর নির্বাচিত লোকালয়
আমিও তোমার মত, হাওয়া এলে
পাতাদের দলে মিশে যাই!