আসঙ্গ
বিশ্বজিৎ দেব
তুমিও কি সঙ্গে যাবে এসবের
চামড়ায় পুরোন বাজনার রেশ!
ছেড়ে চলে যাচ্ছে শীতের বাকল
শরীরে ঢেউ এর মাংস, ভূল বুঝেছে সেও
আমাদের ছায়ার উপমাগুলিও তদ্রুপ
চাকাদের পিষে যাওয়া নিরেট পুরুষ
তুমিও কি সঙ্গে যাবে এসবের, শিল্পকলা
পুরোনো পঙ্ক্তির শ্লেষ…..
রাতপোকা
বিশ্বজিৎ দেব
আমাদের সমস্ত কথার দিনে
তুমি নীরব থেকেছো, যেরকম
তারকারা থাকে, টেবিলের এক কোণে
পাঠপ্রতিক্রিয়া থাকে
ছায়াদের জুড়ে দেওয়া
এইসব ভাষার উপমা
স্তূপীকৃত মাংসের মোম, এ থেকেও
সরে যাচ্ছে গল্পের ঘোর
যেখানে তোমার ফাঁদ, দুন্দুভি
ব্যথা থেমে গেলে
চাকার বিরতি….
ছায়াবৃতা
বিশ্বজিৎ দেব
আলোতে ফুটেছে দুরে ঝুলন্ত সেতুটি
খুব নীচু করে আঁকা, দুপাশে তুমুল ধমনী
শহীদ সরণি হয়ে রক্তস্রোতে এসে
মিশেছে তাদের পরিখা
এই জেনে তোমার গানের সাথে মিশে যাই
প্রতি বর্ষায় গীতিময়তার টানে যেরকম
ভেসে যায় পলিথিনগুলি..
বয়োঃপ্রাপ্ত ষোলকলাগুলি ভুলে যায়
চামড়ার গুটিবসন্তের স্মৃতি …