![চাহিদা – শুভেশ চৌধুরী চাহিদা – শুভেশ চৌধুরী](https://cdn.pixabay.com/photo/2019/06/27/14/26/feather-4302426_1280.png)
চাহিদা
শুভেশ চৌধুরী
সদানন্দ সিংহর “খাঁচা খোলে রমজান”-এর আলোচনায় দেহপসারিণীদের সাবান ব্যবহার সম্বন্ধে আমার বিরূপ প্রতিক্রিয়া ছিল। ভাত এর যোগান নাই অথচ শরীরে কাদা ধুয়ে আনতে হবে সুগন্ধ।
মনে হয় প্রথমে মাঠের মধ্যে চলে আসতো ভ্যান গাড়ি। ইনস্ট্যান্ট ম্যাগী খাওয়া চলতো, তারপর অভ্যস্ত হয়ে গেছি ও দাম দিয়ে কিনে খাই।
বোঝা গেলো প্রথমে চাহিদা তৈরি করা শরীরের সুগন্ধ বা উত্তম রেসিপি যাহাই হউক স্বাভাবিক ভাবেই তখন লাভ লোকসান আসবে।
জীবনকে দেখে শিখেছি জীবনের এই সব রসবোধের পিছনে বাণিজ্যিক চাহিদা আছে।
সদানন্দ তার সাবানটি চাহিদা তৈরি করেছেন। আমি গ্রামের ছেলে শহরে থাকলেও গ্রামের ছায়াটি সারা শরীর জুড়ে রয়েছে।