সদানন্দ সিংহের ছড়া

ব্যাটার বৌ

সদানন্দ সিংহ

বেচারাম ব্যাটা নেশাখোর,
খেয়ে বৌয়ের ঝাঁটা মাইশূর,
চলে আসে দুঃখে ব্যাঙ্গালোর।

তৈল্যরাম ব্যাটা ওজনদার,
ঝটপট চটপট কিন্তু মালদার,
বৌ নেই তাই দুঃখের ভাণ্ডার।

বলরাম ব্যাটা সন্দেহপ্রবণ,
বাড়ির নাম যদিও দুর্গাসখী ভবন,
বৌকে চোখে রাখে শুধু সারাক্ষণ।

সুখুরাম ব্যাটা বদরাগী,
এক-দু টাকার চুলচেরা হিসেবি,
বৌকে বৌ বলে না, বলে মাগি।

সাধুরাম ব্যাটা হারামজাদা,
ফস্টিনস্টির মহাগুরু, আছে অনেক পেয়াদা,
বৌ পিটিয়ে শেষে, পেল জেলের সাজা।