সুরেন্দ্রনাথ দাশগুপ্ত – লোপামুদ্রা সিংহদেব
সুরেন্দ্রনাথ দাশগুপ্ত লোপামুদ্রা সিংহদেব বিশিষ্ট পণ্ডিত ও দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় শ্রী সুশীল গুপ্তের মাধ্যমে। তিনি “কস্তুরী মৃগের আকুলতা নিয়ে উদ্বেল হদয়ে রবীন্দ্রনাথের কাছে এসেছেন, বলেছেন,“আমায় পথের সন্ধান দিন”। উত্তরে রবীন্দ্রনাথ লিখেছেন — “প্রীতি সম্ভাষণ পূব্বর্ক নিবেদন- আমাকে যখন কেহ পথের কথা জিঞ্জাসা করে তখন মনে মনে হাসি এবং মনে মনে বলি হায় রে আমার কপাল। স্পষ্ট করিয়া পথ দেখিতে পাইলে নিজে বাঁচিয়া যাই অন্যকে পথ দেখাইব কিসের! শত সহস্র পথের মধ্যে কেবল একটা পথ আছে, যাহা…