শ্রেণিবিভাগ – সদানন্দ সিংহ
শ্রেণিবিভাগ সদানন্দ সিংহ ছোটবেলায় অনেক কথাই আমাকে শেখানো হয়েছিল। এর মধ্যে একটা হল – “সদা সত্য কথা বলিবে”। আরেকটা হল – “অপ্রিয় সত্য কথা বলিবে না”। দেখুন তো, কী সব গণ্ডগোলের ব্যাপার-স্যাপার। একবার বলে “সত্য কথা বলিবে”, আরেকবার বলে “বলিতে নেই”! তাই সারাজীবন ধরে ভেবে নিতে হচ্ছে কোন্টা অপ্রিয় সত্য আর কোন্টা না। আবার যেটা একজনের আছে অপ্রিয় সেটাই আবার আরেকজনের কাছে প্রিয়। তাই আজ একটা অপ্রিয় সত্য কথা থুক্কো প্রিয় সত্য কথা বলেই ফেলি। মনে করুন না এটা…

