অটল পেনসন যোজনা (APY) – সদানন্দ সিংহ
অটল পেনসন যোজনা (APY) সদানন্দ সিংহ অটল পেনসন যোজনা-র কথা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এর বিস্তারিত সুবিধার কথা অনেকেই জানেন না। তাই একটু বিস্তারিত আলোচনা করা যাক। অটল পেনসন যোজনা হল ভারত সরকার পরিচালিত এক পেনসন স্কীম যা অসংগঠিত কর্মী বা লোকদের প্রতি লক্ষ্য রেখেই চালু করা হয়েছে। এটি প্রথম চালু হয় ০৯-০৫-২০১৫ সালে। এই স্কীমে যারা ০১-০৬-২০১৫ থেকে ৩১-০৩-২০১৬-এর মধ্যে অংশগ্রহণ করেছিল তাদের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত জমাকৃত অর্থের ৫০% শতাংশ সর্বাধিক বছরে ১০০০ টাকা পর্যন্ত সরকার থেকে…