রাত জাগে কাশীরাম – ডঃ নিতাই ভট্টাচার্য্য
রাত জাগে কাশীরাম (ছোটোগল্প) ডঃ নিতাই ভট্টাচার্য্য … তারপর সারা রাত জেগে থাকে কাশীরাম। সারা রাত। আর ইচ্ছে যায় না বালিশে মাথা রাখার। বরং নিঝুম রাতে দুয়ারে বসে নিজের শৈশবের দিন গুলিতে ফিরে গিয়ে অনাবিল আনন্দ পায়। দুই চোখে ঘুম না থাক সংসারের “নেই-নেই” উৎপাত তো থাকে না, সেটাই বা কম কি? তাছাড়া ঘুমের ভিতরেও দারিদ্র উঁকি দেয়। তাই না ঘুমিয়ে একা বসে থাকে, রোজ। ভালোলাগে কাশীরামের। ইদানীং রোজ রাতে একটা স্বপ্ন দেখে কাশীরাম। বিছানায় শুয়ে…
