প্রেমিক পানকৌড়ি ও এক মনোরম সন্ধ্যা – সুদীপ ঘোষাল
প্রেমিক পানকৌড়ি ও এক মনোরম সন্ধ্যা (ছোটোগল্প) সুদীপ ঘোষাল লাথি মেরে মুড়ির বাটি ফেলে দিয়েছিলেন কাকা। রাগে তার মাথার ঠিক ছিলো না। মিনুর মনে স্মৃতিগুলো উঁকি মারে। ঠিক পুরোনো আয়নার মত। সামনে বসে আছে মন। মন তার ছেলেবেলার বন্ধু। মন অবাক হয়ে শোনে মিনুর মাটির বেহালার সুর। — প্রথমে অবাক হয়েছিলাম। পরে বুঝলাম আমারই ভুল। মন, মন দিয়ে শোনে। কোনো মন্তব্য করে না। — তারপর কত বসন্ত এলো গেলো। লঙ্কারাজ্যের সিংহাসনে যে বসে তার একই রূপ। শুধু রং পরিবর্তনের…