পুরস্কারপ্রাপ্ত উপন্যাস এবং চুরি – সদানন্দ সিংহ
পুরস্কারপ্রাপ্ত উপন্যাস এবং চুরি সদানন্দ সিংহ ওয়ালেস স্টেগনারের বিখ্যাত উপন্যাস “Angles of Repose” প্রকাশিত হয়েছিল ১৯৭১ সালে। পরে এই উপন্যাসটি পুলিৎজার পুরস্কারও জিতেছিল। উপন্যাসটি আঠারো-শত দশকের শেষের দিকে আমেরিকান পশ্চিমে বসবাসকারী একজন খনির প্রকৌশলী এবং তার স্ত্রীর গল্প নিয়ে রচিত। সন্দেহ নেই এই উপন্যাসটি বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য উপন্যাসগুলির অন্যতম। মুশকিল হল এই উপন্যাস ঘিরে ওঠা এক মূল অভিযোগ নিয়ে। অভিযোগটি হল গল্প চুরির অভিযোগ। এখানে উল্লেখ করা দরকার যে এটা নিয়ে এখন কোন বিতর্ক নেই এই উপন্যাসের গল্পটি লেখিকা…