দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ – সুদীপ ঘোষাল
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সুদীপ ঘোষাল কলকাতা হাইকোর্টের সলিসিটর ভুবনমোহন দাশ বাস করেন কলকাতার এক মধ্যবিত্ত সংসারে। ব্রিটিশ ভারতের অধীনে ১৮৭০ সালের ৫ই নভেম্বর তাঁর ঘর আলো করে জন্ম নিল এক শিশু। ভুবনমোহনবাবু তাঁর নাম রাখলেন চিত্তরঞ্জন। চিত্ত, ছোট থেকেই খুব বুদ্ধিমান ও সাহসী ছেলে ছিল। কলকাতার পটলডাঙা স্ট্রিটে তাঁর জন্মস্থান। ছোটবেলায় স্কুলে কোনদিন দ্বিতীয় হননি। প্রখর বুদ্ধিমান এই চিত্ত খুব দয়ালু ছিলেন। দলগঠনের একটা সহজাত গুণ তাঁর ছিল। চিত্তরঞ্জন বন্ধুদের বলতেন, কি হবে নিজেদের মধ্যে বিদ্বেষ পুষে রেখে। সবই…