হাউজসুন্ডে জন ওলাভ ফসে – শংকর ব্রহ্ম
হাউজসুন্ডে জন ওলাভ ফসে (প্রবন্ধ) শংকর ব্রহ্ম (হাউজসুন্ডে জন ওলাভ ফসে: নরওয়েজিয়ান কবি, লেখক এবং নাট্যকার) গতবছর ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কবি-সাহিত্যিক, নাট্যকার হাউজসুন্ডে জন ওলাভ ফস। নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ-সহ একাধিক বিষয় নিয়ে নরওয়ের ভাষা নাইনর্স্কে লিখেছেন তিনি। সুইডেনের নোবেল অ্যাকাডেমি এই পুরস্কার ঘোষণা করেছে। তারা জানিয়েছে, না বলা কথাকে কণ্ঠ দিয়েছে তাঁর নাটক এবং অননুকরণীয় গদ্য। ফসের লেখার শৈলী একেবারেই…