স্বর্ণলতা – দেবাশ্রিতা চৌধুরী
স্বর্ণলতা (ছোটোগল্প) দেবাশ্রিতা চৌধুরী পাবদা মাছের ঝোল মুখে দিয়েই আঁতকে উঠলেন সমীরবাবু। কিন্তু কিছু বললেন না। চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে, মমতা অবাক হয়ে তাকিয়ে রইল। — কি হলো ? ঝাল বেশি না নুন বেশি ? কি তৈরি করে গেছে ছোটলোকের বেটি ? তবুও নিশ্চুপ হয়ে খেয়ে উঠলেন সমীরবাবু। মমতা ভাবতে লাগলো, ভাত যেন একটু বেশিই খেলেন আজ! ব্যাপারটা কী হলো! চুড়ো করে একথালা ভাত নিয়ে চারপাশে শাক, ভাজা, তরকারি, মাছের ঝোলের বাটি নিয়ে…