লোটাস ভ্যালি – সদানন্দ সিংহ
লোটাস ভ্যালি সদানন্দ সিংহ লোটাস ভ্যালির নাম অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। লোটাস ভ্যালি হল ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর জেলার হাটোদ তহসিলের গুলাওয়াত গ্রামের কাছে একটি উপত্যকা। লোটাস ভ্যালিকে গুলাওয়াত লোটাস ভ্যালিও বলা হয়। এই গুলাওয়াত লোটাস ভ্যালি যশবন্ত সাগর বাঁধের পিছনে জল দ্বারা গঠিত একটি প্রাকৃতিক হ্রদ। আপনি যদি এখানে আসেন তবে আপনি অবশ্যই হ্রদের উপর ১০০ মিটার সেতুর ঝলক দেখতে পাবেন। এখানে এসে আপনি হ্রদের মাঝে সুন্দর পদ্মফুলের মাঝে একটি মনোরম পরিবেশে মনের শান্তি নিয়ে সময়…