লক্ষ্য – শুভেশ চৌধুরী
লক্ষ্য শুভেশ চৌধুরী আমার লক্ষ্য ছোটবেলা থেকেই নেই। যা আছে ভালো চাওয়া। লোক বলেন সাহস থাকতে হয় ভালো চাওয়ায়। দাবা খেলার সফল খেলোয়াড় হওয়ার মতো প্রত্যেকটি ঘুঁটির চাল জানা। না, এতটা সম্ভব নয় সব কিছু থিয়োরিটি প্রমাণ, প্রয়োগ অন্যের হাতে দিন দিন শরীরের কলকব্জা ঢিলা হয় স্নায়ু কমজোর হয়। মনে হয় গ্রেট মোগলস এ চেঙ্গিস খানের প্রায় ভিক্ষা চাওয়ার ইচ্ছা প্রকাশ পলিশ এম্বাসেডর এর কাছে। সীমা রেখা আছে লক্ষণ রেখা একদিকে লক্ষ্য অন্যদিকে ক্ষয় ক্ষয় কেটে যায় কীর্তির কাছে।…