আবেগাপ্লুত নেতাজি – সন্তোষ উৎসুক
আবেগাপ্লুত নেতাজি সন্তোষ উৎসুক আমি বেশিরভাগ নেতাকে নেতাজি বলা পছন্দ করি না, তবে অনেক ভুল ঐতিহ্য চালিয়ে যেতে হবে। ব্যস, গত নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রী হওয়া নেতাজি তাঁর নির্বাচনী এলাকার কিছু অংশে এসেছিলেন পাঁচ বছর হয়ে গেছে। আবার নির্বাচন এলে তিনি আবারও প্রার্থী ঘোষণার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকার হতাশাগ্রস্ত এলাকায় পৌঁছান। নির্বাচনের সময় জনসভার কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং তাও আয়োজন করা হয়েছিল। যেভাবেই হোক এখানে মানুষের ভিড় বাড়ছে। মানুষের আর কিছু করার ছিল না, তাই সেদিনও…









