হে মানুষ – সন্তোষ উৎসুক
হে মানুষ সন্তোষ উৎসুক আজকাল পরিবার নিয়ে বিদেশে আছি। গতকাল আমার পরিবার একটি ইংরেজি সিনেমা দেখতে গিয়েছিল। সিনেমা চলাকালীন একটা কিছু খেতে হবে, তাই টিকিট কেনার পর ছেলে লম্বা লাইনে দাঁড়িয়ে পপ কর্ন আর কোল্ড ড্রিঙ্কের বড় প্যাকেট নিল। হলিউড ফিল্মে আশ্চর্যজনক গল্পের লাইন রয়েছে। ভিএফএক্স ইফেক্ট এতটাই টাইট, পরিষ্কার এবং প্রচণ্ড যে দর্শক সিট থেকে নড়তে পারে না বা সিটে বসা ব্যক্তি পুরোপুরি কেঁপে ওঠে। এই সায়েন্স ফিকশন ফিল্মের একটা দৃশ্যও গল্পের বাইরে ছিল না, যেমনটা ভারতীয় ছবিতে…









