কিশলয় গুপ্তের কবিতা

কিশলয় গুপ্তের কবিতা

সহজ পাঠ

কিশলয় গুপ্ত

জীবন থেকে পাঠ নিয়েছি ব্যবহারিক
তারপরেই চিনতে পারি চাঁদের বাড়ী
তারপরেই ঘিরে ধরে অষ্ট সখী
পিছনপানে তাকিয়ে দেখি স্পষ্ট ঠকি
                              পথের মাঝে

পথের থেকেই উঠিয়ে নিলাম চলার গতি
কে যায় সেটা দেখতে গিয়ে বেজায় ক্ষতি
নেশায় মাতাল দমকা হাওয়া বুকের ভিতর
দোলা দিত। ভোলা মনের নিয়ম ভীত
                             ঘরের ভাঁজে

ঘরের কাছেই বেশ শিখেছি দু’চোখ বুজে
চৌকাঠে পা আস্থা সহ রাস্তা খুঁজে
নজর পাতি, চরৈবেতি মন্ত্র মানি
সমান সমান হিসাব টানি। স্বাস্থ্যহানি
                             এমন কাজে

তবুও শুনি ঘুমের ভিতর কান্না বাজে।