নকশালজিয়া
কিশলয় গুপ্ত
আজকে একটু অন্য রকম বিকেল
নিকেল করা যাপন পোহাই ওমা
সোজা পায়ে উল্টো পথে হাঁটি
বুক বদলে পিঠে মানববোমা।
এখন সবার ভিতর বাড়ি ফাঁকা
গেটে তবু মজুত দারোয়ান
মধ্যরাতে বালিশ একা কাঁদে
সকাল লেখে দিন বদলের গান
ঋণ না পেয়ে গরীব চাষি মরে
হারিয়ে গেছে তাদের শীতলপাটি
আমরা আজও মূর্তি ভাঙি সুখে
আমরা আজও পুলিশ ধরে কাটি
হোক প্রতিদিন স্বপ্ন খেয়ে বাঁচা
ইচ্ছেরা সব কাঁধের ঝোলায় ফিকে
হিসাব জুড়ে অনেকটা গরমিল
আজকে একটু অন্য রকম বিকেল