উদ্বোধন – আই এস কাঙজম

উদ্বোধন – আই এস কাঙজম

উদ্বোধন             (অনুগল্প)

আই এস কাঙজম

(মণিপুরি গল্প, অনুবাদঃ সদানন্দ সিংহ)

জনগণের জন্য কাজের মত কাজ অহাঞ্জাও-এর পক্ষে দু’বার করা হল। মন্ত্রি হওয়ার তার যে প্রবল ইচ্ছে ছিল তা আর কী বলব। মুখ্যমন্ত্রীর সঙ্গে আঠার মত লেগে থাকার ফলটাও সে পেল। এবার মন্ত্রিসভা সম্প্রসারণের সময় সে ছোটখাট এক দপ্তরের মন্ত্রি হল। মন্ত্রি হবার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা লাগিয়ে গাড়ি করে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে একটা কিছু উদ্বোধন করার তার ইচ্ছে হল। অপেক্ষা করতে আর চাইছিল না, তাড়াতাড়ি উদ্বোধনের কাজটা করতে চাইছিল। লোক পাঠিয়ে সে খোঁজ লাগালো। খবর এল, গ্রামের খালের ওপর যে কাঠের ছোট্ট ব্রিজটা তৈরি হচ্ছে তা শেষের পথে। খবর পেয়ে খুশি হয় অহাঞ্জাও। ব্রিজের কাজ শেষ করার জন্যে সে তাগাদা দেয় এবং উদ্বোধনের নিমন্ত্রণপত্র পাবার ব্যবস্থা করে ফেলে। চারিদিকে প্রচারিত হতে থাকে, “মন্ত্রি অহাঞ্জাও ব্রিজের উদ্বোধন করিবেন”। একসময় উদ্বোধনের দিনটা আসে। সেদিন আগে-পিছে সিপাহির এসকর্টে সজ্জিত হয়ে জাতীয় পতাকা লাগানো সরকারি গাড়ি করে অহাঞ্জাও গ্রামে এসে পৌঁছল। তারপর গ্রামের ছোট্ট ব্রিজটার ওপর পায়ে হেঁটে পার হয়ে উদ্বোধন করে। উদ্বোধনের পর ছোট্ট একটা জ্বালাময়ী ভাষণও দেয় এবং বলে, আজকের যে এই ছোট্ট ব্রিজের উদ্বোধন হচ্ছে, তা হচ্ছে এই এলাকা্র উন্নয়ন কার্যক্রমের প্রথম পদক্ষেপ।
পরদিন এই উদ্বোধনের খবরটি সমস্ত পত্রপত্রিকায় বিস্তারিত ভাবে প্রকাশিত হল।