সময় – শুভেশ চৌধুরী

সময় – শুভেশ চৌধুরী

সময়

শুভেশ চৌধুরী

হাইড্রোজেন চাই ও অক্সিজেনও চাই। দুটোই চাই। কেনোনা জল ছাড়া জীবন অচল। আমি প্রায়ই যৌগ গঠন করি। আমার সাথে অমলের। আমার সাথে বিমলের। এই ভাবে আমি নিজে ভিন্ন ভিন্ন হয়ে পড়ি। পাই সঙ্গ সুখ। আড্ডা জমে চায়ের আসরে। আমার সাথে তোমার যৌগ গঠনটি অন্যরকম। তুমি আমি দুজনেই মৌলিক। ভিন্ন ভিন্ন মৌলিক। কিন্তু পারমাণবিক ভর আমাদের দুজনের এক। সারাজীবনের একটি বন্ধন। তুমি যত দূরে যাও আমি তত দূরে যাই। তুমি যত কাছে আসো আমিও তত কাছে আসি। স্বাধীনতা ও নিবিড়তা একসাথেই অনুভূত হয়।
ফলে তোমার আমার আর যৌগ গঠন হয় না। দুজনই মৌলিক — সন্তান মৌলিক। এইটিই পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা জীববিজ্ঞানের আশ্চর্য কথা। এই ভাবে কত আশ্চর্য ছড়িয়ে আছে। পলে বাঁধা সময়ও হয় হতবাক