সাঁওতালদের বাপলা মিলন বিবাহ – সমর চক্রবর্তী

সাঁওতালদের বাপলা মিলন বিবাহ – সমর চক্রবর্তী

সাঁওতালদের বাপলা মিলন বিবাহ

সমর চক্রবর্তী

আমি জেনে গেছি, সাঁওতালদের বাপলা কথার অর্থ বিবাহ। মানে নারী পুরুষের মিলন। আকাশে সুর্যের উঠা আর চাঁদ ডুবে যাওয়ার ঠিক সন্ধিক্ষণে (ভাবনার চুড়ান্ত বিস্ফোরণে) যেভাবে ধনুক আর তীরের মিলন হয় — সমস্ত অপ্রাপ্তিকে নিশানাবিদ্ধ করতে, পুর্বপুরুষ থেকে উত্তর পুরুষে যেভাবে তেল-হলুদে রাঙিয়ে উদ্বুদ্ধ করা হয় মাদলের উদ্দাম তালে –। গোটা জাতি গোষ্ঠী — মহাজাতির শাখা সমুহ, যেখানে কোমরে হাত রেখে ঝড়ের মতো নাচে — গানে শপথ নেয়, ঐক্যবদ্ধ হয়ে বলে —
“………
বেলতলে তোর হাতি বান্ধে দিব
ঘোড়া বান্ধে লিব কদমতলে …… “

এক প্রত্যয়ে। হ ! ই ( সেঙেল=আগুন) যুয়ান কোড়া কুঁড়ির শপথ নিয়েই বলছি — মাটি আর বৃক্ষের — তির আর ধনুকের শপথের মতো মানুষ আর সানাম সারা গ্রামের শপথ। যা ছাড়া জীবনের কোন শিকারই বিদ্ধ হয় না। আকাশ মাটিতে বহে না সফল সৃষ্টিধারা — !