দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

নগ্ন আমি স্নানের ঘরে

দেবাশিস মুখোপাধ্যায়

নগ্ন আমি স্নানের ঘরে নগ্ন আমি একা
আমায় দেখে ঘামতে থাকে আয়না

সাবান গলে গা রাস্তায় সাবান যেন তুমি
ছবি থেকে বেরিয়ে স্নানের করো বায়না

নগ্ন আমি স্নানের ঘরে তোমায় নগ্ন দেখা
কখন যেন পায়ের থেকে সরে পড়ে ভূমি

সাওয়ার খোলা সাবানে জল ধুয়ে যাচ্ছে গা
মুছে যাচ্ছে স্বপন কুমার এমন স্রোতের ধা

নগ্ন আমার বুকের পাহাড় নগ্ন নাভির দেশ
আয়না খুব শিস দিচ্ছে লজ্জা লাগছে বেশ

আষাঢ়

দেবাশিস মুখোপাধ্যায়

মৃত কুকুরের দেহ জড়িয়ে রাস্তার গা
তার ‘পরে প্রথম আষাঢ়ের ছোঁয়া

কালো ছাতার নীচে মেয়েটির বমি বমি ভাব
অর্ধেক ভেজা সঙ্গী বুঝতে পারে না

আকাশে আলোর রেখা, হাতির স্বভাব
মাটির উনানে জেগে ভেজা কাঠ ধোঁয়া

কাগজ লেখে নি কিছু তবুও সব কালি জল
তাদের বাড়িতে আজ দেবী ঋতুমতী

সামনে জলের তোড়ে যান শ্লথগতি
নিভে যাওয়া দেশ ডাকে অনল অনল


আহত

দেবাশিস মুখোপাধ্যায়

প্রজাপতি সম্পর্ক নিয়ে চোখ ফোটাই ফুলে
তবুও রেললাইনের পাশেই ক্ষতবিক্ষত লাশ
আঘাত করে এমন অবশ চলা বলতে পারে না
কচি পাতার গাছটি ভুলে যায় মরা পাতার অবস্থান
মর্গের এই বরফ করুণ শরীরে শোনায় না গান
প্রকৃতির নরম দেহ কেঁপে ওঠে কঠিন বাতাসের স্বরে
জোছনা রাতে সবাই গেছে বনে কে লোভ দেখায় ?