সোহেল রানার কবিতা

সোহেল রানার কবিতা

চিরসবুজ মা

সোহেল রানা

ছায়ার ভিতর থেকে উঠে আসছে মায়া!
মরমিয়া সুরধ্বনি সুশ্রুতি প্রতিধ্বনিত–
টুনটুনির টুন্ টুন্ ভরাদুপুর…
কুটুম বউ ডেকে ডেকে আগাম অনুষঙ্গ জানান
গৃহস্থ বাড়ি
মাঝি পাল বেয়ে ফিরছে, গোধূলি গোধূম…
চাঁদনিরাতেঃ কবিগান, পালাগানের আসর বসেছে
পিঠাপুলি সাজিয়ে হাত বাড়িয়ে ডাকছে
আমার চিরসবুজ মা

ছায়ামায়াকায়া

সোহেল রানা

একটা ছায়া কেবলই ঘুরে ঘুরে ঘুরে
স্থান করে নেয় আমাতে,
আহা প্রজাপতিখুশি, কোকিল কালো–
ছায়ামায়া!

পাখিটি কি সন্মোহনী সুরের আবেশ ছড়িয়ে
তার হতে
দিনরাত, রাতদুপুরে, ঘুমঘোরে…ডেকে ডেকে…
আমি পারি নাকো ছুঁতে!

তবু সে উড়ে বসে আমার মনোভূমে।