সুবীর ঘোষের কবিতা

নিজস্ব পিপাসা

সুবীর ঘোষ

এ পৃথিবীর কাছে আর কতটুকু বেশি চাই বলো;
শুধু দুটো শুকনো পাতা যতক্ষণ হাতের আদরে
ভেঙে না যাচ্ছে আর শুয়ে যাচ্ছে ধুলোর শয্যায়
ততক্ষণ চোখের বুরুশে মাখি, উড়ে যাওয়া বয়সের রঙ।

ভাঙা কুঁড়েঘর খুলে মধ্যরাতে কারা নেয় বৃষ্টির মাপ!
কখনো কী নদীপথে ডুবে যাওয়া পিপাসাকে নিজস্ব করেছি ?
এ পৃথিবীতে কারো যেন চেনা রাস্তা আর কোনোদিন
ভুলপথে ঘুরতে না থাকে। প্রজাপতি যেন ভালোবাসা দেয় চিরদিন।

এসব কী বেশি চাওয়া ? কঞ্জুসের জমারও অধিক !
সবুজে সবুজ থাকো; রক্তের লাল দিয়ে অন্য শক্তি হোক্।