শুভেশ চৌধুরীর কবিতা

শুভেশ চৌধুরীর কবিতা

অভূতপূর্ব

শুভেশ চৌধুরী

অভূতপূর্ব মানে যা কিছু ঘটনা
ঘটে নাই পূর্বে
অথচ সব কিছু পূর্বের তাই ঘটে। চলেছে এখনও। মা যশোদা
মা দেবকী দেখতে পাবেন এখানে ওখানে
অভূতপূর্ব সংসারে ম্যাথাস কৃত্রিম বুদ্ধিমত্তা
কাজ করে
পুরাটা রোবট হইল না তবু কেউ না কেউ তাকে বা তাহাকে অধিকার করতে চায়

সদয়

শুভেশ চৌধুরী

সদয় এর যত গুণ ও প্রযুক্তি তাহা নির্দয়ের নাই
আমি হিসাব নিকাশ করে দেখি ৮০
২০ হয়।
কিছু ভুল কিছু শুদ্ধ এইতো সংসার বা
জীবন যাত্রার মান