
যদিও
শুভেশ চৌধুরী
যদিও অসম্ভব সম্ভব হয়
তার পিছনে আছে হাত
ভগবান বা তোমার
জানি ইহা আমার তোমার অনুভবে আছে
কিছু না এই সব
সম্ভব হবে তাহা বিপুলা প্রকৃতির দান
পুরুষও তো মাথা নত করে
সৃষ্টি
শুভেশ চৌধুরী
সৃষ্টি হচ্ছে
তার পিছনে ছিল বৃষ্টি
আশীর্বাদ
এমন যে পলিমাটি সিক্ত হয়ে গড়ে দিল
ধান এবং হরপার্বতী
অথচ পুতুল খেলতে গিয়ে দেখি না বাজিগর কে
পুতুল নাচের ইতিকথা কার লেখা
রচয়িতা কে
জানি না বা ভুলে গেছি
এমনই হয়