শুভেশ চৌধুরীর কবিতা

শুভেশ চৌধুরীর কবিতা

নাম্বার

শুভেশ চৌধুরী

রাস্তার নাম্বার বাড়ির নাম্বার
ফোন নাম্বার পরিবর্তিত হয় না
যাহার তিনি সাচ্চা আদমি
কারু কারু ঐ ঠিকানা বদলের কোন সম্ভাবনা নেই
আমৃত্যু তিনি পিঠে বহন করেন নং ও তার পরিচয়টি

লুকানোর চেষ্টা তিনি করেন না

দাপট

শুভেশ চৌধুরী

ব্রিটিশের খুব দাপট ছিল
ক্ষুদিরাম প্রতিস্পর্ধী ছিলেন
দাপট মিথ্যে
ঘাস সত্য
বুট দিয়ে পিষে ফেলা যায় না।
ওই শিকড় হৃদয়ে প্রোথিত