সন্তোষ রায়ের কবিতা

সন্তোষ রায়ের কবিতা

প্রেমের গান

সন্তোষ রায়

কোকিলের ডাকে আমার নিমগাছটাও মিঠা হইয়া যায়।
লগে তুমিও আইলা বুঝি!
তুমি আইলে সাদাচুল কালা হইয়া যায়।

ঘাট বাইয়া মাঝি নামে নাউ-এ
কিনারে বাইও না মাঝি গাঙের মাঝারে যাও—
বাউলা বাতাসের গান কোন্ পারে ঠেকাইব
তুমি জান না—
সকল ঘাটের নাম বাসন্তী ঘাট —
সকলেই শ্রীকৃষ্ণ, সকল নারী শ্রীরাধা।

মোমবাতি

সন্তোষ রায়

নিভতে নিভতে মোমবাতি,
দাঁড়িয়ে থাকি।
পরনে সাদাশার্ট।
বুকেপিঠে গলে পড়া কষ্টের দাগ।
জ্বলনেই আনন্দ আমার।
জ্বালাও —
বলতে দাও সব কথা।

বলতে বলতে নেমে যাই পায়ের দিকে।
কষ্টে আমার পা’ আটকে আছে —