
সেদিন একা
গুলশন ঘোষ
এক সময় তোমার সঙ্গে হাঁটত আমার মন
পাশাপাশি হাত ধরাধরি করে
কত আনাড়ি হাসিই হাসতাম আমরা।
দিন গড়িয়ে সন্ধ্যা নামতো
সোনাঝুরির মাঠে- এক সাথে শুনতাম সন্ধ্যা নামার শব্দ-
বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তুমি তখন
একা
রাতে ফিরতে – অনেকটা রাতে কাজ মিটিয়ে
ভয় হতো একা একা ফিরছো বলে
‘কোথায় একা- তুমি তো আছো?’–
কী মিষ্টি ছিল সেই কথা
আজ আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি
একা
গাছগুলো দাঁড়িয়ে আছে—তেমনি গাড় সবুজ দেহে
পাতাগুলো ক্যালভিন চক্রে মজেছে
বাইরের ফুটে নীচের দিকে মুখ নামিয়ে দেখছে
মায়াবি আলো – মন দুটো হাঁটছে নিঃসঙ্গ গোপনে
আজও সন্ধ্যা নেমে এলো সোনাঝুরির মাঠে
তখন তোমার ল্যাবের সামনে ছুটলাম – নেই তুমি।
আজ আমি সশরীরে হাঁটি একা একা
সব আছে, নেই হাঁটার মন – তুমি, তোমার ভেজা স্বপ্নের ডানা।