তুষার আচার্য্যের কবিতা

তুষার আচার্য্যের কবিতা

আমি আগুন, আমি দহন

তুষার আচার্য্য

এ আমার শরীর নয়,
শুনলে?
এই হাড়-মাংস, এই বুকের ভাঁজ—
তোমার চোখের চাটনি নয়।

তোমার দৃষ্টি ?
চুরি করে ছায়া গিলে ফেলে,
আমি তাতে পুড়ে যাই না আর।
আমি আগুন, আমি দহন—
তোমার ভদ্রতা আমার ঘৃণার পোশাক।

তুমি হাত বাড়ালে,
আমি ছুরি দেখি।
তুমি প্রশ্রয় চাও,
আমি থু থু ফেলি—
কেননা আমার নীরবতা
আর কাঁদে না, চিৎকার করে।

আমার পায়ের গন্ধে
তোমার অহংকার জ্বলে যাক।
আমার কণ্ঠস্বর বয়ে আনুক
তোমার সাজানো সৌন্দর্যের শবযাত্রা।

আমি নারী,
না, না, না—
আমি শুধু নারী নই—
আমি প্রতিবাদের ঢেউ,
যা সব ভদ্র বাড়িঘর গিলে খায়।

তোমার চোখ ফাটুক,
আমার সাহসে।
তোমার ভাষা ভেঙে যাক,
আমার কবিতার কাঁপনে।