গুপ্তচর – শুভেশ চৌধুরী

গুপ্তচর – শুভেশ চৌধুরী

গুপ্তচর

শুভেশ চৌধুরী

কেউ যদি ফুলিয়ে ফাঁপিয়ে কিছু বলেন আপনাকে তাহা সন্দেহের চোখে দেখা উচিত। যিনি বলছেন তার কোনো লাভের হিসাব আছে কিনা তাহা দেখার দায়িত্বও নিতে হবে।
দেখা যায় বহু সাম্রাজ্যের পতন ঘটে ভুল তথ্য পরিবেশিত হবার জন্য। অতএব প্রশংসা নয় নিন্দা টুকুও শোনা উচিত। কুট বুদ্ধি ও সরলতা সম্বন্ধে এই কথাটি বলা যায় ভাবনার ক্ষেত্রে সরল থাকা ভালো কেনো না অনেক গরলকে অতিক্রম করা যায় কিন্তু কুট কে কুট দিয়েই বিচার করতে হয়।
জীবনে প্রথম বার হেরে গেলে দ্বিতীয় বার হেরে যাবেন এমন কোন কথা নেই যদিও উত্থান পতন দুটোই একটি মানদণ্ড। মানে উঠতেও পারেন পড়ে যেতেও পারেন। এই সব চিন্তা ভাবনার পরও দেখা যায় লৌহ পর্দাও ভেঙে যায় বা অর্গলমুক্ত দরজা দিয়ে বেনো জল ছুটে আসে।
আপনাকেই সিদ্ধান্তগুলো নিতে হবে কাকে কতটা বিশ্বাস করতে পারেন বা কোন তথ্য সমূহকেও সত্য বলে স্বীকার করবেন।