আলালের ঘরের দুলাল
শুভেশ চৌধুরী
কি বলিব
কোন বক্তব্য নাই
সব কিছু চাই তার
সব কিছু চাই
চাই
যেন রোদ গায়ে না লাগে
শরীরে বৃষ্টির ছাট না লাগে
শিখে নাই সে
ঝড় জলকে উপেক্ষা করতে
রঞ্জক পদার্থ
শুভেশ চৌধুরী
রঞ্জক পদার্থ আমাকে প্রভাবিত করে
কখনও নীল
কখনও লাল
বা সবুজ
হলুদ
করে গড়ে তুলে
আমি অবাক হয়ে দেখি আমার এই সব রাসায়নিক পরিবর্তন