মুক্ত – শুভেশ চৌধুরী

মুক্ত – শুভেশ চৌধুরী

মুক্ত

শুভেশ চৌধুরী

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন জায়গায় গেছে। ভয়েস রেকর্ডিং নয়, মন রেকর্ড করে নিল সুপার কম্পিউটার, এমনকি ক্ষুদে স্মার্ট ফোনটিও। যতই বলি ইহা চুরি, চুরি বিদ্যা মহা পাপ, হাসেন জাদুকর। তার কাছে বৌদ্ধিক নিরাপত্তা বলিতে কিছু নাই। সব খোলা মেলা, খোলা চিঠি। স্বীকার করে লইলাম আমি অরক্ষিত।
দিনগুলো হেসে খেলে যায় না। চাপ পড়ে বৈজ্ঞানিক সত্যের। এতো সহজ সত্যি বমি না করলেও উপায় নেই, বদহজম হয়। তাই কে কি মনে করেন ভাবার কোনো দরকার নাই, ভাবনারই যখন কোনো নিজস্ব মালিকানা নাই।
তবে মাথাটাই মাতৃ-পিতৃদত্ত বা পূর্বপুরুষ প্রদত্ত, কিসের গর্ব, গর্ব করার মত কিছু নেই