স্বপ্ন সহচর – শুভেশ চৌধুরী

স্বপ্ন সহচর – শুভেশ চৌধুরী

স্বপ্ন সহচর          (মুক্ত গদ্য)

শুভেশ চৌধুরী

স্বপ্ন ও বাস্তব একটি রেখায় চলে এসেছে। যাহা স্বপ্ন তাহাই বাস্তব আজকাল।
আজকাল কিছু বিশৃঙ্খলা আছে। সুশৃঙ্খল অনেক কিছুই নেই। তবুও এর মধ্যে ভাত খাওয়া আছে। ভাত খাওয়ার মধ্যে স্বর্গীয় আনন্দ অনুভব করা যায়।
সমীকরণ গুলো আজও অঙ্ক করেই প্রকাশ করতে হয়, সেই পুরনো নিয়ম একটুকুও পালটায়নি। যে-কোন বোতলেই একই রকম মদ।
কিছু লোক আছেন সন্ন্যাসী। কাউকে মন্ত্র দেন না। মন্ত্রগুপ্তিরও ধার ধারেন না এমনকি কাউকে দীক্ষাও দেন না বা দল তৈরি করেন না। ফ্ল্যাট বাড়ির একটি ঘর যেন হিমালয়ের গুহা। তিনি ধ্যান মগ্ন বা জাতে মাতাল তালে ঠিক।
সবচেয়ে সুখী সুখী দম্পতি তাহাদের তুলনা একটি কবুতরের টং শুধু বকবকম, খুশির ফোয়ারা।