অটল পেনসন যোজনা (APY) – সদানন্দ সিংহ

অটল পেনসন যোজনা (APY) – সদানন্দ সিংহ

অটল পেনসন যোজনা (APY)

সদানন্দ সিংহ

অটল পেনসন যোজনা-র কথা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এর বিস্তারিত সুবিধার কথা অনেকেই জানেন না। তাই একটু বিস্তারিত আলোচনা করা যাক। অটল পেনসন যোজনা হল ভারত সরকার পরিচালিত এক পেনসন স্কীম যা অসংগঠিত কর্মী বা লোকদের প্রতি লক্ষ্য রেখেই চালু করা হয়েছে। এটি প্রথম চালু হয় ০৯-০৫-২০১৫ সালে। এই স্কীমে যারা ০১-০৬-২০১৫ থেকে ৩১-০৩-২০১৬-এর মধ্যে অংশগ্রহণ করেছিল তাদের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত জমাকৃত অর্থের ৫০% শতাংশ সর্বাধিক বছরে ১০০০ টাকা পর্যন্ত সরকার থেকে অনুদান দেবার কথা বলা হয়েছিল। তার মানে যারা ৩১-০৩-২০১৬ পর যোগ দেবে তাদের এই অনুদান পাবার কথা নয়। এই স্কীমে ৬০ বছর বয়সের পর থেকে মাসিক ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা (১০০০ এর গুনিতকে) পর্যন্ত পেনসন দেবার সংস্থান রাখা হয়েছে।

এই স্কীমে কী কী সুবিধা পাওয়া যায়ঃ-

এই স্কীমে নিজের সুবিধামত অপশনে গিয়ে একটা নির্দিষ্ট রাশি মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক হারে ৬০ বছর বয়স পর্যত জমা দেবার পর ৬০ বছর বয়সের পর থেকে মাসিক ১০০০ টাকার গুনিতকে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত আজীবন পেনসন লাভ করা যায়। বেনেফিশিয়ারির মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রী ঐ একই হারে আজীবন পেনসন পেয়ে যাবে। স্বামী এবং স্ত্রী উভয়েই মারা গেলে তাদের নমিনি বেনিফিসিয়ারির ষাট বছর পর্যন্ত জমাকৃত অর্থ যা ৫০০০ টাকা পেনসনের ক্ষেত্রে ৮৫০০০০ টাকা, ৪০০০ টাকা পেনসনের ক্ষেত্রে ৬৮০০০০ টাকা, ৩০০০ টাকা পেনসনের ক্ষেত্রে ৫১০০০০ টাকা, ২০০০ টাকা পেনসনের ক্ষেত্রে ৩৪০০০০ টাকা এবং ১০০০ টাকা পেনসনের ক্ষেত্রে ১৭০০০০ টাকা পেয়ে যাবে।

আর যদি ষাট বছর বয়সের আগেই বেনিফিসিয়ারির মৃত্যু হয় তাহলে দুটো অপশন আছে – [এক] সেক্ষেত্রে মৃত বেনিফিসিয়ারির স্বামী বা স্ত্রী যতটুকু টাকা জমা হয়েছে তা পুরোপুরি তুলে নিতে পারে, [দুই] যদি পেনসন ও অন্যান্য সুবিধা গ্রহণ করতে হয় তাহলে মৃত বেনিফিসিয়ারির ষাট বছর বয়স হবার যে সময়টুকু ছিল সে সময়টুকুর মাসিক বা ত্রৈমাসিক বা ষান্মাসিক কিস্তির টাকা জমা করে যেতে হবে।

এই স্কীমে কারা অংশগ্রহণ করতে পারবেনঃ-

ভারতের নাগরিক যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যাদের ব্যাঙ্কে বা পোস্টাপিসে সেভিংস ব্যাঙ্ক একাউন্ট আছে তারা এই স্কীমে অংশগ্রহণ করতে পারবেন।

এই স্কীমে কারা অংশগ্রহণ করতে পারবেন নাঃ-

যারা NPS, EPFO সহ যে-কোনো সোসিয়াল সিকিউরিটি স্কীমের মেম্বার এবং যারা ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন তারা এই স্কীমে অংশগ্রহণ করতে পারবেন না।

কীভাবে এই স্কীমে যোগদান করতে পারবেনঃ-

এই স্কীমে যোগদানের জন্য আপনার যে ব্যাঙ্কে বা পোস্টাপিসে সেভিংস একাউন্ট আছে সেখানে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিয়ে যোগদান করতে হবে। সেভিংস একাউন্ট না থাকলে তা ওপেন করে নিতে হবে। এবং মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক প্রিমিয়ামের টাকা যাতে সেভিংস একাউন্টে থাকে তা লক্ষ রাখতে হবে।

সেভিংস একাউন্টে টাকা না থাকলে কী হবেঃ-

যে মাসে টাকা জমা দেবার কথা সে মাসে ব্যালেন্স না থাকলে মাসিক ১% হারে ওভারডিউ ফাইন দিতে হবে। ছয়মাসের বেশি ওভারডিউ হয়ে পড়ে থাকলে APY একাউন্ট Frozen হয়ে যাবে। এক বছরের ওপর ওভারডিউ হয়ে পড়ে থাকলে APY একাউন্ট Deactivated হয়ে যাবে। আর দু বছরের ওপর ওভারডিউ হয়ে পড়ে থাকলে APY একাউন্ট Closed হয়ে যাবে।

৬০ বছর বয়স হবার আগেই কেউ যদি APY ছাড়তে চায়ঃ-

সেক্ষেত্রে বেনিফিসিয়ারির জমানো টাকা ফেরত দেওয়া হবে। তবে সেই টাকা থেকে মেন্টেনেন্স চার্জ এবং সরকারের কোনো অনুদান যদি কিছু থাকে তা কেটে নেওয়া হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যঃ-

• APY একাউন্টের স্টেটমেন্ট বছরে একবার সরবরাহ করা হবে।

• একমাত্র ভারতীয় নাগরিকই এই স্কীমে যোগদান করতে পারবে।

• এই স্কীমে একজন লোক একটিমাত্র একাউন্ট খুলতে পারবে।

• স্কীমের বিভিন্ন অপশন পরিবর্তন চাইলে এপ্রিল মাসে করা যাবে।

• Spouse-এর নাম (বিবাহিতদের) এবং নমিনির নাম জানাতে হবে।

১০০০ টাকা পেনসনের জন্যে বিস্তারিত প্রিমিয়ামের চার্ট

Entry  Age Years to pay Monthly Premium Return to nominee
18 yrs 42 yrs Rs.42 Rs.1.7 lakh
19 yrs 41 yrs Rs.46 Rs.1.7 lakh
20 yrs 40 yrs Rs.50 Rs.1.7 lakh
21 yrs 39 yrs Rs.54 Rs.1.7 lakh
22 yrs 38 yrs Rs.59 Rs.1.7 lakh
23 yrs 37 yrs Rs.64 Rs.1.7 lakh
24 yrs 36 yrs Rs.70 Rs.1.7 lakh
25 yrs 35 yrs Rs.76 Rs.1.7 lakh
26 yrs 34 yrs Rs.82 Rs.1.7 lakh
27 yrs 33 yrs Rs.90 Rs.1.7 lakh
28 yrs 32 yrs Rs.97 Rs.1.7 lakh
29 yrs 31 yrs Rs.106 Rs.1.7 lakh
30 yrs 30 yrs Rs.116 Rs.1.7 lakh
31 yrs 29 yrs Rs.126 Rs.1.7 lakh
32 yrs 28 yrs Rs.138 Rs.1.7 lakh
33 yrs 27 yrs Rs.151 Rs.1.7 lakh
34 yrs 26 yrs Rs.165 Rs.1.7 lakh
35 yrs 25 yrs Rs.181 Rs.1.7 lakh
36 yrs 24 yrs Rs.198 Rs.1.7 lakh
37 yrs 23 yrs Rs.218 Rs.1.7 lakh
38 yrs 22 yrs Rs.240 Rs.1.7 lakh
39 yrs 21 yrs Rs.264 Rs.1.7 lakh

২০০০ টাকা পেনসনের জন্যে বিস্তারিত প্রিমিয়ামের চার্ট

Entry
Age
years to pay Monthly premium Return to  nominee
18 yrs 42 yrs Rs.84 Rs.3.4 lakh
19 yrs 41 yrs Rs.92 Rs.3.4 lakh
20 yrs 40 yrs Rs. 100 Rs.3.4 lakh
21 yrs 39 yrs Rs. 108 Rs.3.4 lakh
22 yrs 38 yrs Rs. 117 Rs.3.4 lakh
23 yrs 37 yrs Rs. 127 Rs.3.4 lakh
24 yrs 36 yrs Rs. 139 Rs.3.4 lakh
25 yrs 35 yrs Rs. 151 Rs.3.4 lakh
26 yrs 34 yrs Rs. 164 Rs.3.4 lakh
27 yrs 33 yrs Rs. 178 Rs.3.4 lakh
28 yrs 32 yrs Rs. 194 Rs.3.4 lakh
29 yrs 31 yrs Rs. 212 Rs.3.4 lakh
30 yrs 30 yrs Rs. 231 Rs.3.4 lakh
31 yrs 29 yrs Rs. 252 Rs.3.4 lakh
32 yrs 28 yrs Rs. 276 Rs.3.4 lakh
33 yrs 27 yrs Rs. 302 Rs.3.4 lakh
34 yrs 26 yrs Rs. 330 Rs.3.4 lakh
35yrs 25 yrs Rs. 362 Rs.3.4 lakh
36 yrs 24 yrs Rs. 396 Rs.3.4 lakh
37 yrs 23 yrs Rs. 436 Rs.3.4 lakh
38 yrs 22 yrs Rs. 480 Rs.3.4 lakh
39 yrs 21 yrs Rs. 528 Rs.3.4 lakh

৩০০০ টাকা পেনসনের জন্যে বিস্তারিত প্রিমিয়ামের চার্ট

Entry Age Years
to pay
Monthly premium Return to nominee
18yrs 42 yrs Rs. 126 Rs.5.1 lakh
19yrs 41 yrs Rs. 138 Rs.5.1 lakh
20yrs 40 yrs Rs. 150 Rs.5.1 lakh
21yrs 39 yrs Rs. 162 Rs.5.1 lakh
22yrs 38 yrs Rs. 177 Rs.5.1 lakh
23yrs 37 yrs Rs. 192 Rs.5.1 lakh
24yrs 36 yrs Rs. 208 Rs.5.1 lakh
25yrs 35 yrs Rs. 226 Rs.5.1 lakh
26yrs 34 yrs Rs. 246 Rs.5.1 lakh
27yrs 33 yrs Rs. 268 Rs.5.1 lakh
28yrs 32 yrs Rs. 292 Rs.5.1 lakh
29yrs 31 yrs Rs. 318 Rs.5.1 lakh
30yrs 30 yrs Rs. 347 Rs.5.1 lakh
31yrs 29 yrs Rs. 379 Rs.5.1 lakh
32yrs 28 yrs Rs. 414 Rs.5.1 lakh
33yrs 27 yrs Rs. 453 Rs.5.1 lakh
34yrs 26 yrs Rs. 495 Rs.5.1 lakh
35yrs 25 yrs Rs. 543 Rs.5.1 lakh
36yrs 24 yrs Rs. 594 Rs.5.1 lakh
37yrs 23 yrs Rs. 654 Rs.5.1 lakh
38yrs 22 yrs Rs. 720 Rs.5.1 lakh
39yrs 21 yrs Rs. 792 Rs.5.1 lakh

৪০০০ টাকা পেনসনের জন্যে বিস্তারিত প্রিমিয়ামের চার্ট

Entry Age Years
to pay
Monthly premium Return to nominee
18yrs 42 yrs Rs. 168 Rs.6.8 lakh
19 yrs 41 yrs Rs. 183 Rs.6.8 lakh
20 yrs 40 yrs Rs. 198 Rs.6.8 lakh
21 yrs 39 yrs Rs. 215 Rs.6.8 lakh
22 yrs 38 yrs Rs. 234 Rs.6.8 lakh
23 yrs 37 yrs Rs. 254 Rs.6.8 lakh
24 yrs 36 yrs Rs. 277 Rs.6.8 lakh
25 yrs 35 yrs Rs. 301 Rs.6.8 lakh
26 yrs 34 yrs Rs. 327 Rs.6.8 lakh
27 yrs 33 yrs Rs. 356 Rs.6.8 lakh
28 yrs 32 yrs Rs. 388 Rs.6.8 lakh
29 yrs 31 yrs Rs. 423 Rs.6.8 lakh
30 yrs 30 yrs Rs. 462 Rs.6.8 lakh
31 yrs 29 yrs Rs. 504 Rs.6.8 lakh
32 yrs 28 yrs Rs. 551 Rs.6.8 lakh
33 yrs 27 yrs Rs. 602 Rs.6.8 lakh
34 yrs 26 yrs Rs. 659 Rs.6.8 lakh
35 yrs 25 yrs Rs. 722 Rs.6.8 lakh
36 yrs 24 yrs Rs. 792 Rs.6.8 lakh
37 yrs 23 yrs Rs. 870 Rs.6.8 lakh
38 yrs 22 yrs Rs. 957 Rs.6.8 lakh
39 yrs 21 yrs Rs. 1,054 Rs.6.8 lakh

৫০০০ টাকা পেনসনের জন্যে বিস্তারিত প্রিমিয়ামের চার্ট

Entry Age Years
to pay
Monthly premium Return to  nominee
18yrs 42 yrs Rs. 210 Rs.8.5lakh
19yrs 41 yrs Rs. 228 Rs.8.5 lakh
20yrs 40 yrs Rs. 248 Rs.8.5 lakh
21yrs 39 yrs Rs. 269 Rs.8.5 lakh
22yrs 38 yrs Rs. 292 Rs.8.5 lakh
23 yrs 37 yrs Rs. 318 Rs.8.5 lakh
24 yrs 36 yrs Rs. 346 Rs.8.5 lakh
25 yrs 35 yrs Rs. 376 Rs.8.5 lakh
26yrs 34 yrs Rs. 409 Rs.8.5 lakh
27yrs 33 yrs Rs. 446 Rs.8.5 lakh
28yrs 32 yrs Rs. 485 Rs.8.5 lakh
29yrs 31 yrs Rs. 529 Rs.8.5 lakh
30yrs 30 yrs Rs. 577 Rs.8.5 lakh
31yrs 29 yrs Rs. 630 Rs.8.5 lakh
32yrs 28 yrs Rs. 689 Rs.8.5 lakh
33yrs 27 yrs Rs. 752 Rs.8.5 lakh
34yrs 26 yrs Rs. 824 Rs.8.5 lakh
35yrs 25 yrs Rs. 902 Rs.8.5 lakh
36yrs 24 yrs Rs. 990 Rs.8.5 lakh
37yrs 23 yrs Rs. 1,087 Rs.8.5 lakh
38yrs 22 yrs Rs. 1,196 Rs.8.5 lakh
39yrs 21 yrs Rs. 1,318 Rs.8.5 lakh