মধ্যবিত্ত – অজিতা চৌধুরী

মধ্যবিত্ত – অজিতা চৌধুরী

মধ্যবিত্ত

অজিতা চৌধুরী

একটি দেশের কথা লিখবো। স্বপ্নের দেশ নয়।
এই যেমন আমরা আছি। নিম্ন মধ্যবিত্ত। শখ
আহ্লাদ কিছু মিটাই আবার ভয়ে ভয়ে থাকি,
দেনা না হয়ে যায়।‌ তখন টাকা শোধ করার চিন্তা।
মধ্যবিত্তের সমস্যা কোন চ্যালেঞ্জ নিতে পারে না। মূল কারণ কি, বিত্ত সামান্য বলে সব
সময় হিসেব করা চলা। এই বোধ স্থিতাবস্থা
বজায় রাখার পক্ষে। আবার কেউ কেউ গণ্ডি
ছেড়ে বেরিয়ে পড়ে। তারা চ্যালেঞ্জ নিতে ভয়
পায়না। শীর্ষ পৌছে তারা। কেউ বাণিজ্যে, কেউ শিল্পচর্চায় কেউ সাহিত্য কর্মে। এদের
জন্য গর্বিত হই।
শুরুতেই দেশের কথা উল্লেখ করেছি, সে দেশ আমার পারিপার্শ্বিক। আর মধ্যবিত্তের মূল শিকড় তার বহু পুরুষের সংস্কার।