আনন্দ ও ব্যথা
শুভেশ চৌধুরী
ভালোবাসি অল্প
ভালোবাসি অল্প
খাবার হোক বা বাসি খাবার
ভালোবাসি অল্প
ভালোবাসি অল্প
স্পর্শ হোক বা ভালোবাসা
ভালোবাসি লেখা, বেশি
ভালোবাসি লেখা, অনেক
তোমার বা আমার
ভালোবাসি ছবি
ভালোবাসি ছবি
যা আঁকা হয় তোমার বা আমার
ভালোবাসি সঙ্গীত আমার, অল্প
তোমার সঙ্গীত বেশি ভালোবাসি
হৃদয়ের বেদনা সেখানে ভুলি
ভালোবাসি নাচ তোমার
আমার ও নাচতে ভালো লাগে
পানপাত্র উছলে পরে
জোছনা সারা মুখে
ভালোবাসি না রক্তক্ষয়
ভালোবাসি না রক্তক্ষয়
ভালোবাসি না স্বাধীনতা হরণের কোন উল্লাস