দেবারতি দের কবিতা

দেবারতি দের কবিতা

ক্ষতের পদাবলী

দেবারতি দে

১.
যদিও ঔচিত্যকে ঝুলিয়ে রাখি
গাছের সর্বোচ্চ ডালে

তবুও জুতোর বাক্স যখন
পুতুলের সুখী গৃহকোণ
তখন ঘোমটাহীনা কলমকেই
নির্দ্বিধায় বের করি সুধীমহলে।

২.
আমার পাঁজর হাতড়ে
কৃত্রিম আকাশের ব্যান্ডেজ খুলে
উড়িয়ে দিই নীরোগ ইচ্ছে

তুমি ফালতু কবিতা বলে
ছিঁড়ে কুটিকুটি কর।

৩.
তোমার কাছে থাক
পুনর্মুদ্রিত জমায়েত রোদ

আর আমার কাছে –
আগুনখেকো ক্ষতের পদাবলী।