
তুমি, আমি আর ফুলগাছ
ব্রতীন বসু
মনে পড়ে,
তুমি আমি আর একটা ফুলগাছ
কি সুন্দর থাকতাম একসাথে
একটা ঘর আর এক চিলতে বারান্দায়
তারপর একদিন রোদ ছায়া আর বৃষ্টির পর
ফুল ফুটলো গাছটায়
কি আনন্দ আমাদের
তুমি আমি বৃষ্টি আর রং।
তুমি আমি আর ফু্লগাছ।
তারপর একদিন কাউকে না বলে
ফুলটা শুকিয়ে গেল
আর হল না ফুল, গাছটায়
সবুজ পাতা আসতো প্রত্যেক বছর
কিন্তু ফুল আর আসতো না।
তুমি বুঝতে আমি কি চাই
আমি বুঝতাম তোমার ফুল আসার অপেক্ষা,
কোথাও একটুও ভালবাসা না কমেও
যেন কিছ একটা হারিয়ে গেল নিজেদের মধ্যে,
কি যেন পারিনি করতে আমরা,
কেউ কি কিছু ভুল করেছিল,হয়ত না।
তুমি আমি আর নিজেদের ব্যস্ততা
তুমি আমি আর ফুলগাছ।