ফকিরি বিশ্বাস
কিশলয় গুপ্ত
সকালে ঘুম ভাঙলে পদবী ধুয়ে জল খাই
এ আমার উত্তরাধিকার রক্তের সংস্কার
তোমার মুসলমানি – আমার হিন্দুত্ব
কাগজে কলমে নাচে এবং বকলমে
তারপর সারাদিন অমুকের ছেলে, তমুকের বাচ্চা
ঘুমিয়ে কাটায় মায়ের গর্ভে
হিমোগ্লোবিনে ডুবে থাকে ভ্যাম্পায়ার ইচ্ছে
আর অকারণ চিৎকার – রোহিঙ্গা রোহিঙ্গা
মানুষের পৃথিবীতে পদবী ধোয়া জলে বাঁচা
এই আমাকে পুড়িয়ে দাও মানবতার আগুনে
আমার ফকিরি বিশ্বাস একবার বলুক
মানুষ খুঁজি – মানুষ কোথায় – মানুষ চাই…