জহির খানের কবিতা
সরকার বা আমাদের আগামী জহির খান মধ্যবিত্ত কাঁটাবিদ্ধ চোখ স্বপ্ন দেখেদেখে ভোরের আকাশ, দেখে জলের গহীনদেখে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারীএইসব দেখাদেখি বিদেশিরাও জানে! তবু চুপচাপ সয়ে নেয় সু মহোদয়গণরাত শেষে দিন, শুধুই ধুলোর ওড়াউড়ি নামে বেনামে দখল বাণিজ্য করেএকদল চাটুকার চ্যালাদের মুখ মুখে বুলি ফুটে এই বেশ চলে দেশ, আগামীআগামী, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হও অতঃপরএকদিন আগামী তোমার সেবা করছেএই স্বপ্ন দেখো আর হাত মেরে চলো… অতঃপর একদিন চলে যাই জহির খান একদিন খুব করে নড়ে ওঠেসবুজ পাতার টুপিঝিরিঝিরি…